রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার উপহার দিলেন অতিরিক্ত এসপি 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার উপহার দিলেন অতিরিক্ত এসপি 

জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ১ম শ্রেণির শিক্ষার্থী জেসমিন। গরীব বাবার পক্ষে মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দেয়ার সামর্থ ছিল না। একটি হুইল চেয়ারের জন্য অনেকের কাছে গেছেন কেউ সহযোগিতার হাত বাড়ায়নি।

বিষয়টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তার ফেসবুক ওয়ালে পোস্ট করলে তা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের নজরে আসে। এরপর তিনি ওই শিক্ষার্থীকে একটি হুইলচেয়ার কিনে দেয়ার কথা বলেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম গত রোববার রাতে কালুখালী থানায় ডেকে শারীরিক প্রতিবন্ধী জেসমিনকে একটি হুইল চেয়ার উপহার দেন।

হুইল চেয়ার পেয়ে জেসমিন জানায়, হুইল চেয়ারে করে আমি স্কুলে যাব, দাদার বাড়ি যাবো ও বন্ধুদের সঙ্গে ঘুরবো, এসময় অতিরিক্ত পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীর পরিবার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সহ-সভাপতি শামীম হোসেন ও প্রচার সম্পাদক শাহীন রেজাসহ আরো অনেকে।

টিএইচ